ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শ্রীপুরে ৫০ কোটি টাকার বনের জমি উদ্ধার

প্রকাশনার সময়: ২৪ জানুয়ারি ২০২৪, ২৩:৩৩

গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে দখল করা বনের গেজেটভুক্ত ৫০ কোটি টাকা সমমূল্যের ৩.০৮ একর জমি উদ্ধার করেছে বন বিভাগ।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শামসুল আরেফীনের নেতৃত্বে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের নয়নপুর বাজার এলাকাস্থ ইট ও টিনের সীমানা প্রাচীরসহ অবৈধ স্থাপনা ভেঙে ওই জমি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ওই বনের জমিতে সামাজিক বনায়নের জন্য চারা রোপন করা হয়েছে।

স্থানীয় বন বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার গাজীপুর ইউনিয়নের ৪নং ধনুয়া মৌজার এসএ খতিয়ান ৭১, এসএ দাগ ১৭৭৩, আরএস খতিয়ান ১১২৭, আরএস দাগ ৬৯৪৫-এর ৩.০৮ একর জমি, যার সবটুকুই বন বিভাগের গেজেটভুক্ত, টিন ও ইটের সীমানা প্রাচীর ও স্থায়ী স্থাপনা দিয়ে দখল করা নেয় স্থানীয় প্রভাবশালীরা।

ঢাকা বিভাগীয় সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা শামসুল আরেফীন জানান, বেশ কিছুদিন ধরে বনের জমিটি জবর দখলের চেষ্টা করছে স্থানীয় লোকজন। বন আইনের ৬৬ ধারা ও গেজেট মূলে বনের ৫০ কোটি টাকার মূল্যর ৩.০৮ একর জমি সীমানা প্রাচীন ও স্থায়ী স্থাপনা ভেঙে দখল মুক্ত করা হলো। এ সময় ওই বনের জমি থেকে নির্মাণ সামগ্রীও জব্দ করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সেইসঙ্গে এরকম অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ