ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

বাকেরগঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

প্রকাশনার সময়: ২৪ জানুয়ারি ২০২৪, ২০:১৪

উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে বরিশালের বাকেরগঞ্জে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী এ অভিযানে লাইসেন্স বিহীন ইটভাটা পরিচালনার দায়ে সকাল ১১টায় বাকেরগঞ্জ আউলিয়াপুর ফিক্সড চিমনির অবৈধ এমআরবি ইটভাটাকে গুড়িয়ে দেওয়াসহ ভাটার মালিক মশিউর রহমান জোমাদ্দারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বিকেল ৩টায় কলসকাঠি ইউনিয়নের উত্তর সাদিস মেসার্স যমুনা ব্রিকস ইটভাটা এস্কেভেটার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং ভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিকেল ৪টায় কলসকাঠি ইউনিয়নের পূর্ব বাগদিয়া মেসার্স টু-স্টার ব্রিকস ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড ইনফোর্সমেন্ট উইং- এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা সুমি। এসময় উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী ও বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ এম রাশেদ, এপিবিএন পুলিশ বরিশাল রেঞ্জ ও ফায়ার সার্ভিস।

এছাড়া পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এই অভিযানে উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পরিবেশ অধিদপ্তর।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ