বগুড়ার আদমদীঘিতে মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন পত্রিকা বিক্রেতা মোকলেছার রহমান (৫২)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার শিয়ালসন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এদিন সকালে উপজেলা সদরের বিভিন্ন স্থানে পত্রিকা বিতরণ শেষে বাইসাইকেল যোগে নিজ বাড়ি উপজেলা সদরের তেঁতুলিয়া গ্রামে ফিরছিলেন মোকলেছার।
বেলা পৌনে ১১টার দিকে আদমদীঘির শিয়ালসন মোড়ে আল রিয়াদ ফিস মিলের সামনে পৌঁছালে, পেছন দিক থেকে অজ্ঞাতনামা একটি মাইক্রোবাস সজোরে তাকে ধাক্কা দেয়। এতে মোকলেছার গুরুতর আহত হন। এ সময় পথচারীরা তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করে দেয়।
আহত পত্রিকা বিক্রেতা মোকলেছার রহমান বর্তমানে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ