ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ভাড়াটিয়া সেজে যাবজ্জীবনের আসামি ধরলো পুলিশ

প্রকাশনার সময়: ২৪ জানুয়ারি ২০২৪, ১৮:৫৩

চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় ভাড়াটিয়া সেজে নুরুল আবছার (৪৭) নামের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ১০টায় বাহাঁরছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজনু মিয়া ও এসআই তানভীর মেহেদীর নেতৃত্বে চট্টগ্রামের চান্দগাঁও থানার চেয়ারম্যানঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নুরুল আবছার বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের রত্নপুর গ্রামের মৃত জাকের আহমেদ বৈদ্যার ছেলে।

জানা গেছে, ২০০৭ সালে এক নারীকে অপহরণ করেন নুরুল আবছার। এরপর ওই অপহরণ মামলায় দোষী সাব্যস্ত হলে ২০১২ সালে আদালত তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও যাবজ্জীবন সাজা দেয়। এরপর থেকে দীর্ঘদিন পলাতক ছিলেন নুরুল আবছার।

বিষয়টি নিশ্চিত করে বাহাঁরছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজনু মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের চেয়ারম্যানঘাটা এলাকা থেকে ভাড়াটিয়া সেজে রাত ১০টার দিকে তাকে আটক করা হয়। সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তবে দীর্ঘদিন ধরে পলাতক।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নয়া শতাব্দী/ডিএ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ