চাঁদপুরের মতলবে ২ লাখ ৪৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, একটি মাছ ধরার ট্রলার এবং ৪০ কেজি জাটকাসহ একজনকে আটক করেছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি।
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধে মতলব উত্তর উপজেলার আমিরাবাদ বাজার থেকে ষাটনল এলাকায় চালানো বিশেষ কম্বিং অপারেশনে এসব অবৈধ সামগ্রী জব্দ করা হয়।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে বিশেষ ওই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আরও অংশ নেন- সহকারী মৎস্য কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, এসআই ফেরদাউস আলী, এএসআই মো. মনির হোসেন ও সুজন কান্তি দে।
এসময় আটক ব্যক্তির নামে মৎস্য সুরক্ষিত আইন (৫),(২) (খ) মোতাবেক নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মুনিরুল ইসলাম বলেন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধে এ বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। এর মাধ্যমে ইলিশসহ সকল প্রজাতির মাছের উৎপাদন বাড়বে, আর জেলেদের ভাগ্যের উন্নয়ন হবে।
মুনিরুল ইসলাম আরও বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় বিশেষ কম্বিং অপারেশন হিসেবে মৎস্য বিভাগ মঙ্গলবার যৌথ অভিযান চালিয়েছে। সন্ধ্যায় জব্দকৃত জাটকা স্থানীয় গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। সেইসঙ্গে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ