ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বরিশালে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

প্রকাশনার সময়: ২৪ জানুয়ারি ২০২৪, ১৮:১৭

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১১টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেট সংলগ্ন দপদপিয়া ব্রিজের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে।

ব্রিজের ঢালে বড় বাঁক থাকায় অনিয়ন্ত্রিত গতির কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।

প্রাথমিকভাবে জানা যায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম রাকিবুল আহসানের সঙ্গে মাইক্রোবাসে থাকা আরও চারজন গুরুতর আহত হন। তাদের এ্যাম্বুলেন্সযোগে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, বাস থাকা চার-পাঁচ জন যাত্রী আহত হয়েছেন। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যান।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর মুকুল বলেন, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা পাঁচজনকে হাসপাতালে পাঠিয়েছি। এর মধ্যে একজন উপজেলার সাবেক চেয়ারম্যান। সবাই গুরুতর আহত। বিষয়টি আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ