চট্টগ্রামের সীতাকুণ্ডে ভোরে খেজুরের রস সংগ্রহ করতে গিয়ে আনোয়ার পাশা প্রকাশ বুলবুল মিস্ত্রী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) ভোরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ বাঁশবাড়িয়ার আকিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার পাশা ওই গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিন মেম্বারের বাড়ির মৃত শফিউল্লাহর ছেলে।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়ছে। তিনি সকালে খেজুর গাছের রস আনতে গিয়েছিলেন। তবে কুয়াশা ঘেরা শীতের কারণেই গাছ থেকে পড়ে মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী। তিনি নিজ এলাকায় সমাজকর্ম এবং আঁকিলপুর দারুল আরকাম দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
বাঁশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে খেজুরের রস সংগ্রহে গিয়ে এক বৃদ্ধ মারা গেছেন শুনেছি। কিভাবে মারা গেছেন কেউ না দেখলেও গাছের নিচে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ