ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ডোমারে এমপির ডিও লেটার পরিবর্তন চেষ্টার অভিযোগ

প্রকাশনার সময়: ২৪ জানুয়ারি ২০২৪, ১৭:৩০

নীলফামারীর-১ আসনের সংসদ সদস্যের দেওয়া ডিও লেটার পরিবর্তন চেষ্টার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি জেলার ডোমার উপজেলার হরিণচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা বেগম লাকীর বিরুদ্ধে উপজেলা শিক্ষা অফিসারের কাছে মৌখিক অভিযোগ করেন ডিও প্রাপ্ত দুই সদস্য আব্দুল হামিদ ও সুমি আক্তার।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে শিক্ষা অফিসারের নিকট মৌখিক অভিযোগ ও এমপির দেওয়া ডিও লেটার প্রদান করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের সেপ্টেম্বরে হরিণচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। সে সময় জাতীয় নির্বাচনের কারণে নির্বাচন স্থগিত ঘোষণা করেন কর্তৃপক্ষ। ওই সময়ে বিদ্যোৎসাহী পদে আব্দুল হামিদ ও মহিলা বিদ্যোৎসাহী পদে সুমি আক্তারকে ডিও লেটার প্রদান করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। পরবর্তীতে ২৩ জানুয়ারি ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। ওইদিন রাতেই প্রধান শিক্ষক শাহানারা বেগম তার পছন্দের ব্যক্তিদের নামের তালিকা তৈরি করে সংসদ সদস্যর কাছে নতুন ডিও লেটার নেওয়ার চেষ্টা করেন। কিন্তু সংসদ সদস্যকে পূর্বের ডিও লেটারের বিষয়টি অবগত করলে নতুন নামে ডিও দিতে অপারগতা প্রকাশ করে।

প্রধান শিক্ষক শাহানারা বেগম জানান, গ্রুপিংয়ের কারণে ভারসাম্য বজায় রাখতে আলোচনা সাপেক্ষে নতুন ডিও লেটার সংসদ সদস্যকে দেওয়া হয়েছে। উনি সুপারিশ না করলে পূর্বের ডিও লেটারেই বহাল থাকবে।

উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধান শিক্ষক কেন এমনটা করলেন আগামী শিক্ষা কমিটির মিটিংয়ে বিষয়ে জানতে চাওয়া হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ