ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফরিদপুরে ডাকাতি মামলার রহস্য উদঘাটন, আটক ৪

প্রকাশনার সময়: ২৪ জানুয়ারি ২০২৪, ১৬:৪১

ফরিদপুরের নগরকান্দা থানার অজ্ঞাতনামা একটি ডাকাতি মামলার রহস্য উদঘাটন করা হয়েছে। এ ঘটনায় ৪ ডাকাতকে গ্রেফতারসহ মালামাল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১২টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মোর্শেদ আলম এ তথ্য জনান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ জানুয়ারি রাত সোয়া একটার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকনগর ব্রিজের কাছে মুরগি ভর্তি একটি পিকআপ ডাকাতি হয়। পিকআপের চালক ও মুরগি ব্যবসায়ীকে মারধর করে তাদের কাছ থেকে পিকআপ, ৫০৪টি মুরগি, নগদ ৯ হাজার ২০০ টাকা ও মোবাইল ফোন লুটে নেয়। যার আনুমানিক মূল্য ২১ লাখ ১১ হাজার টাকা।

এ ঘটনায় নগরকান্দা থানায় মামলা হলে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে মোহসিন নামে এক ডাকাত সদস্যকে গ্রেফতার করে।

পরে তার দেওয়া তথ্যমতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম, সুজন মাতুব্বর সজল ও দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। ডাকাতির সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেফতার ও ডাকাতি হওয়া পিকআপটি উদ্ধারে পুলিশ কাজ করছে বলে জানানো হয়।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ