ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার

প্রকাশনার সময়: ২৪ জানুয়ারি ২০২৪, ১৬:১৭

গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাফিনাজ রোকসানা (৪৫) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফিনাজ রোকসানা রামজীবন ইউনিয়নের বাজারপাড়া গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী। তিনি স্থানীয় ধনিয়ারকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে স্কুলে যাচ্ছিলেন সাফিনাজ রোকসানা। পথে রামজীবন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘স্কুল যাওয়ার পথে মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ