গাজীপুরের কালিয়াকৈরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের শানদহপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম হিমেল ইসলাম (২০)। তিনি উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাসাকৈর এলাকার লোকমান হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নে বাসাকৈর এলাকার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে মাওনা যাচ্ছিলেন হিমেল। সেখান থেকে কাজ শেষ করে বিকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পথে কালিয়াকৈর টু মাওনা আঞ্চলিক সড়কের শানদহপাড় মাদ্রাসার পূর্বপাশে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে গুরুত্বর আহত হন হিমেল। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা জানান, মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলছিল। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। আমরা মরদেহ উদ্ধার করেছি। পরিবারের আবেদনে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
নয়াশতাব্দী/ডিএ/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ