চুয়াডাঙ্গার জীবননগরে কলাই ডাল ভাঙ্গাতে গিয়ে চলন্ত ধানকলের ফিতায় জড়িয়ে শুকুরণ নেছা (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের মিস্ত্রিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত শুকুরণ নেছা একই উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামের উত্তরপাড়ার মরহুম আব্দুল মজিদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম.জাবীদ হাসান জানান, শুকুরণ নেছা কুমড়োর বড়ি দেয়ার জন্য কলাই ডাল ভাঙ্গাতে আন্দুলবাড়ীয়া মিস্ত্রিপাড়ার জাহান আলীর ধানকলে যান। এ সময় তিনি কিভাবে কালাই ডাল ভাঙ্গা হচ্ছে তা উঁকি দিয়ে দেখতে যান। অসাবধানতয় চলন্ত ধানকলের ফিতায় তার শাড়ি জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ