ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দুর্গাপুরে অসহায়দের মাঝে দুম্বার মাংস বিতরণ

প্রকাশনার সময়: ২৩ জানুয়ারি ২০২৪, ২৩:০৮

রাজশাহীর দুর্গাপুরে অসহায়, এতিম ও দুস্থদের মধ্যে দুম্বার মাংস ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩জানুয়ারি) বিকালে দুম্বার মাংস উপজেলা পৌঁছানোর পর বিভিন্ন আশ্রায়ণ প্রকল্প ও এতিমখানায় তা পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, জেলা থেকে উপজেলা পর্যায়ে ১৯ কার্টন মাংস বরাদ্দ দেওয়া হয়। মঙ্গলবার বিকালে বরাদ্দ পাওয়া মাংস উপজেলা পরিষদে আসে। প্রতিটি কার্টনে প্রায় ৩০ কেজি করে মাংস রয়েছে। দুম্বার মাংসগুলো প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন আশ্রায়ণ প্রকল্প ও এতিমখানায় বিতরণ করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহাবুবা খাতুন বলেন, দরিদ্র ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রতিবছর বাংলাদেশে দুম্বার মাংস পাঠায় সৌদি সরকার। তালিকা অনুযায়ী দুম্বার মাংস দুস্থদের মাঝে বিতরণের নির্দেশ দেওয়া আছে। সেই অনুযায়ী উপজেলায় তা বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কমকর্তা আব্দুল করিম বলেন, নির্দেশনা অনুযায়ী প্রাপ্ত দুম্বার মাংস উপজেলায় বিতরণ করা হয়েছে।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ