ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ 

প্রকাশনার সময়: ২৩ জানুয়ারি ২০২৪, ২২:৪৯

গাজীপুরের শ্রীপুর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হিমেল হাসান (১৯) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের শালদহ ব্রিজে সংলগ্ন এ ঘটনা ঘটে।

নিহত হিমেল জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বাশাকৈর এলাকার মো. লোকমান মিয়ার ছেলে। সে ফুলবাড়িয়া হাফিজ উদ্দিন ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক মানবিক শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র।

আহতরা হলেন- ওই এলাকার মো. আক্তারের ছেলে মো. রানা(১৯) ও কাচিঘাটা গ্রামের মো.সাজ্জাল মিয়ার ছেলে মো.সাকিবুল (১৯)।

স্থানীয়রা জানান, হিমেল কলেজে ক্লাস শেষ করে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে ফুলবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। পথে শালদহ ব্রিজে পৌঁছলে সিএনজিকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন আরোহী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় আল-হেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: মাহমুদ রাশেদ শাহীন হিমেলকে মৃত ঘোষণা করেন।

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মিন্টু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ