লালমনিরহাটের আদিতমারীতে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ গৃহবধূ সাজেদা বেগমের (৫৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে সোমবার (২২ জানুয়ারি) রাতে উপজেলার পশ্চিম দৈলজোর এলাকায় তিনি অগ্নিদগ্ধ হন। সাজেদা একই এলাকার নুর ইসলামের স্ত্রী।
নিহতের পরিবার জানান, শীত নিবারণের জন্য আগুন পোহার সময় সাজেদার কাপড়ে আগুন লাগে। পরে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাজেদা।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক ডা. শাহীন শাহ বলেন, সাজেদার শরীরের ৫০-৫৫ ভাগ পুড়ে গেছিলো। চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।
নয়া শতাব্দী/ডিএ/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ