ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ: দীপু মনি

প্রকাশনার সময়: ২৩ জানুয়ারি ২০২৪, ১৭:১৪

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং সম্পদ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে গাজীপুরের টঙ্গী স্টেশন রোড নতুন বাজার শারীরিক প্রতিবন্ধী সুরক্ষার ট্রাস্ট মৈত্রী শিল্প পরিদর্শনে তিনি এ কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষার ট্রাস্ট 'মৈত্রী শিল্প' যার সুনিশ্চিত মতামত ও নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে আজকে একটি রুগ্ন শিল্প হতে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

তিনি বলেন, মৈত্রী শিল্পের উন্নয়ন ও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করে মৈত্রী শিল্পে তা বাস্তবায়ন করার ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

যুগ্ন সচিব মো. মেহেদী হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক মো. সেলিম খান, গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম ও কারখানার ব্যবস্থাপক মহসীন আলী।

নয়া শতাব্দী/ডিএ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ