ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেরপুরে ৩ বছরেও শেষ হয়নি নৃ-গোষ্ঠীদের ঘরের কাজ

প্রকাশনার সময়: ২৩ জানুয়ারি ২০২৪, ১৪:৪৯

শেরপুরের ঝিনাইগাতীতে ৩ বছরেও শেষ হয়নি প্রধানমন্ত্রীর দেওয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের সেমি পাকাঘরের নির্মাণ কাজ। এই অভিযোগ করছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে সরেজমিন গিয়ে জানা যায়, পার্বত্য অঞ্চল ব্যতীত দেশের সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসীদের) জীবনমান উন্নয়েনর লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী সেলের অর্থায়নে ২০১৯-২০-২১ অর্থ বছরে গৃহনির্মাণ প্রকল্প হাতে নেয়। প্রতিটি সেমি পাকাঘর নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয় ১ লাখ ৭০ হাজার টাকা।

ওই প্রকল্পের আওতায় ঝিনাইগাতী উপজেলার গৃহহীন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের লোকদের মাধ্যে বিতরণের জন্য ২০টি ঘর বরাদ্দ আসে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ঘরগুলো নির্মাণের দ্বায়িত্ব

দেওয়া হয় আদিবাসী সংগঠন উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে।

ঘর নির্মাণ কাজ যথারীতি শুরুও হয় এবং নির্মাণের জন্য বরাদ্দকৃত সমুদয় টাকা উত্তোলনও করা হয়। তবে দীর্ঘ ৩ বছরেও সেইসব ঘরের নির্মাণ কাজ শেষ হয়নি। এতে বর্তমানে ঘরগুলোতে বসবাস করতে পারছেন না সুবিধাভোগীরা। যার ফলে চরম বিপাকে রয়েছেন তারা। তাই ভুক্তভোগীরা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

দেখা গেছে, ঘরগুলোর ফ্লোর ঢালাই, বাথরুম, দরজা, জানালাসহ কোনো কোনো ঘরের প্লাস্টারের কাজ এখনও হয়নি।

উপজেলার নয়া রাংটিয়া গ্রামের রিতা মনি কোচ, হিন্দু পাড়ার রঞ্জন চন্দ্র বর্মণ, গজনী গ্রামের রবিও সাংমা, ডেফলাই গ্রামের তৃষ্ণা দিও, ধানশাইল চকপাড়া গ্রামের সমলা ম্রংসহ আরও অনেকেই জানান, ঘরের অর্ধেক কাজ শেষ হতে না হতেই কাজ বন্ধ করে দেন নির্মাণকারীরা। এ বিষয়ে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মি. নবেশ খকশীকে ঘর নির্মাণ করে দেওয়ার জন্য বার বার অনুরোধ করা হলেও ৩ বছরেও তিনি কোনো কথায় কান দিচ্ছেন না।

এ বিষয়ে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মি. নবেশ খকশী বলেন, হাতে টাকা না থাকায় কাজ করতে দেরি হচ্ছে। টাকা পেলে দ্রুতই বাকি কাজ সম্পন্ন করে দেওয়া হবে।

এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া বলেন, আমি নতুন এসেছি। আসার পর বিষয়টি শুনেছি। অনুসন্ধান করে কতগুলো ঘরের কাজ বাকি আছে, তা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ