ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নওগাঁর তিন পুলিশ কর্মকর্তা রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ

প্রকাশনার সময়: ২৩ জানুয়ারি ২০২৪, ১৩:৪১

রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছে নওগাঁর তিন পুলিশ কর্মকর্তা।

সোমবার (২২ জানুয়ারি) রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয় পদ্মা কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা করা হয়।

সভায় ২০২৩ সালের ডিসেম্বর মাসে রাজশাহী রেঞ্জের ৮টি জেলার মধ্যে নওগাঁ জেলার পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের সার্বিক দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা দেওয়াসহ সার্বিক বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাকে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত করা হয়েছে।

এ ছাড়াও রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে জেলার পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু. আব্দুল মমীন ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন পত্নীতলা থানার ওসি মোজাফর হোসেন।

সভা শেষে সভার সভাপতি রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মো. আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সম্মাননা স্মারক তুলে দেন।

শ্রেষ্ঠ হওয়ার অনুভূতি ব্যক্ত করে নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন, কাজের শ্রেষ্ঠত্ব মানেই আগামীর পথচলার পাথেয়। এমন অর্জন আমার কাজে আরো গতিশীলতা আনবে। গতিশীলতা ও স্বচ্ছতা আনবে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যদের মাঝে। আমি আশাবাদী আগামীতেও আমার জেলা পুলিশের এমন কর্মতৎপরতা অব্যাহত থাকবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ