ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

টাঙ্গাইলে চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, স্কুল বন্ধ

প্রকাশনার সময়: ২৩ জানুয়ারি ২০২৪, ১২:৪৯

টাঙ্গাইলে ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। আজ চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.০৫ ডিগ্রি। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এমন পরিস্থিতে মঙ্গলবার (২৩ জানুয়ারি) ও আগামীকাল বুধবার জেলার প্রাথমিক ও মাধ্যমিকের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

তীব্র শীতের কারণে অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। আবার কেউ কেউ গরম পোশাক পড়ে তাদের গন্তব্যে যাচ্ছেন। আবার অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। মাঘের শুরুতে ঘন কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন শ্রমজীবী, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ।

দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মিলছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য কিছুটা উত্তাপ ছড়ালেও বিকাল হতেই তাপমাত্রা আবারো নিম্নগামী হচ্ছে।

জেলা আবহাওয়া অফিস জানায়, চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা গতকাল সোমবার ছিল ৮.০৯ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে আজ মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রের্কড করা হয়েছে ৮.০৫ ডিগ্রি সেলসিয়াস।

জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, প্রাথমিকে জেলায় মোট ১ হাজার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী রয়েছে ৪ লাখ ৩২ হাজার। মাধ্যমিক ৮২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী রয়েছে ৪ লাখ ২৪ হাজার ৯৬৩ জন।

এ ব্যাপারে জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, গতকাল সোমবার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় আজ মঙ্গলবার জেলার প্রাথমিক ও মাধ্যমিকের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিলো। তবে আজও তাপমাত্রা আরো কমায় আগামীকাল বুধবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে জেলার উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ