ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

নকলায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ২১৩ রোগী

প্রকাশনার সময়: ২২ জানুয়ারি ২০২৪, ২২:৫১ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪, ২২:৫৪

শেরপুরের নকলায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি একেএম মাহবুবুল আলম সোহাগের উদ্যোগে ২১৩ জন চক্ষুরোগীকে বিনামূল্যে পরীক্ষা, চিকিৎসা ও পরামর্শ দেয়া হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) নকলা ডাক বাংলোর পিছনে সুমন স্মৃতি কিন্ডার গার্টেনের বিভিন্ন শ্রেণি কক্ষে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে এসব রোগীর চোখ নিবিড় পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় চিকিৎসা, ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়।

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি একেএম মাহবুবুল আলম সোহাগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চক্ষুরোগ সেবা ক্যাম্প উদ্বোধন করেন। এসময় জামালপুরের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষত ডা. রিশাদ বিন রেজা, সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. লুৎফর রহমান, ক্যাম্প অর্গানাজার জাহাঙ্গীর আলম, নকলা প্রেসক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু-শিক্ষা গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের অগণিত নারী-পুরুষ চক্ষুরোগী উপস্থিত ছিলেন।

চিকিৎসা সেবা ক্যাম্প সূত্রে জানা গেছে, ৬ জন ছানীপড়া রোগীকে এবং এক রোগীকে নেত্রনালী অপারেশনের জন্য জামালপুরের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও চোখের বিভিন্ন সমস্যার চিকিৎসা নিতে আসা ২০৬ জন রোগীকে চোখের ড্রপসহ যাদের চশমা প্রয়োজন তাদেরকে স্বল্পমূল্যে চশমা দেয়া হয়েছে।

জানা গেছে, অপারেশনের রোগীদেরকে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি একেএম মাহবুবুল আলম সোহাগের উদ্যোগে বিনামূল্যে অপারেশনসহ দুই দিনের থাকা খাওয়া, ওষুধ, চশমা ও একমাসের ওষুধ দিয়ে নিজ নিজ বাড়ি পৌঁছে দেওয়া হবে।

অসহায় দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার ব্যবস্থা করায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি কৃতজ্ঞতা প্রকাশ করাসহ ধন্যবাদ জ্ঞাপন করেছেন রোগী, রোগীর পরিবারের সদস্য ও এলাকাবাসী।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ