সুনামগঞ্জের জগন্নাথপুরে এক কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ সাজু মিয়া (৪৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২২ জানুয়ারি) তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে রোববার রাতে উপজেলার পাটলী ইউনিয়নের নন্দিরগাঁও গ্রামের এক ভাড়া বাসা থেকে ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
আটক সাজু মিয়া জগন্নাথপুর পৌরসভার হবিবপুর (আশিঘর) এলাকার আবারক উল্লাহর ছেলে।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শামছুল আরেফীন এ তথ্য নিশ্চিত করে বলেন, সাজু মিয়া দীর্ঘ দিন ধরে গাঁজা বিক্রি করে আসছিলেন। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার ভাড়া বাসায় অভিযানকালে তিনি গাঁজা ভর্তি পলিথিনের ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সাজু মিয়াকে এক কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। যার বাজার মূল্য প্রায় ২৭ হাজার টাকা।
জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বলেন, মাদক কারবারি সাজু মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ