শেরপুরের নালিতাবাড়ীতে কুকুরের কামড়ে শিশুসহ ৪০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২২জানুয়ারি) সকালে উপজেলার কলসপাড় ইউনিয়নের গাগলাজানি এলাকা থেকে শুরু করে পূর্ব কলসপাড় এলাকা পর্যন্ত এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, আজ সকালের দিকে একটি কুকুর অস্বাভাবিকভাবে এদিক-ওদিক দৌঁড়াতে থাকে। কুকুরটি যাকে সামনে পায় তাকেই কামড়ানো শুরু করে। একপর্যায়ে কলসপাড় ইউনিয়নের দুই অধিক গ্রামের শিশুসহ ৪০ জনকে কামড় দেয় কুকুরটি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
তবে ভ্যাকসিন সংকট থাকায় বাইরের দোকান থেকে ভ্যাকসিন কিনে চিকিৎসা দেওয়া হয়েছে।
কলসপাড় এলাকার আল-আমীন বলেন, আমার ছোট ভাই সকালে বাড়ি থেকে বাজারে যাচ্ছিল। তখন পেছন থেকে একটি কুকুর এসে তার পায়ে কামড় দেয়। পরে ভাইকে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা নিয়েছি। ফার্মেসি থেকে ইনজেকশন কিনতে হয়েছে।
তবে জেলা সদর হাসপাতালে ভ্যাকসিন পাওয়া যায়নি বলে একাধিক রোগী ও স্বজন ক্ষোভ প্রকাশ করেন।
শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জসিম উদ্দিন বলেন, সাম্প্রতিককালে এক দিনে কুকুরের কামড়ের শিকার হয়ে এত মানুষ চিকিৎসা নিতে আসেনি। দফায় দফায় কুকুরের কামড়ে আহত অনেক রোগী আজ এসেছে। আর হাসপাতালে আসা সবাইকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রথম ডোজের তিন দিন পর দ্বিতীয় ডোজ, সাত দিন পর তৃতীয় ডোজ ইনজেকশন নিতে হাসপাতালে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ