কিশোরগঞ্জের মিঠামইনে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
সোমবার (২২ জানুয়ারি) বিকেলে মিঠামইনের ঢাকী সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইয়াছিন (২৫) মিঠামইন উপজেলার চানপুর গ্রামের আতাউর রহমানের ছেলে আর আমীর আলী (২০) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ি গ্রামের মৃত আবদুস ছালামের ছেলে। আহত হয়েছেন মিজানুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে নিহত ইয়াসিন, আমীর আলী ও আহত মিজানুর রহমান অলওয়েদার সড়ক দিয়ে বাইকে যাচ্ছিলেন। মিঠামইনের ঢাকী সেতুর কাছে আসতেই তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ইয়াছিন, আমীর আলী এবং মিজানুর রহমান গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ইয়াছিন ও আমীর আলী মারা যান। এতে গুরুতর আহত মিজানুরকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে হস্তান্তর করা হয়।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আহসান হাবিব এ দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। মরদেহ পুলিশ পাহারায় মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ