ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

পোল্ট্রি খামারের সাড়ে ৪ হাজার মুরগি পুড়ে ছাই

প্রকাশনার সময়: ২২ জানুয়ারি ২০২৪, ১৮:২৬ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪, ১৮:৪৬

চট্টগ্রাম সিটি করপোরেশনর একটি পোল্ট্রি ফার্ম অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় সাড়ে ৪ হাজার মুরগি ও মজুদ খাবার পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এক নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের মাহমুদাবাদ উত্তর পাড়ায় মো. নূরুল কবিরের মালিকানাধীন অজিফা পোল্ট্রি খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে আগুনে পুড়ে পুরো ফার্ম ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

পোল্ট্রি খামারের মালিক মো. নূরুল কবির বলেন, রোববার রাত সাড়ে ১০টার দিকে আগুন লেগে পুরো খামার পুড়ে গেছে। খামারে ৪ হাজার ১৫০টি মুরগি ও ২৫ বস্তা খাবার মজুদ ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫-৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদেক হোসেন বলেন, রাতে নন্দীরহাট দক্ষিণ পাহাড়তলী এলাকার এক পোল্ট্রি খামারে আগুন লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ