ময়মনসিংহের নান্দাইলে অজ্ঞাত পিকআপ ভ্যানের ধাক্কায় আহত সালেহা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা চিকিৎসাধীন ১০ দিন পর মারা গেছেন।
রোববার (২১ জানুয়ারি) রাত ১০টায় ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
গত ১৩ জানুয়ারি বিকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে মুসুল্লি ইউনিয়নের পালাহার আবুবকর সিদ্দিক মাদরাসার সামনে ব্রিজ সংলগ্ন স্থানে পিকআপ ভ্যানের ধাক্কায় আহত হন সালেহা খাতুন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি সালেহা খাতুন বাবার বাড়ি মুসুল্লি নয়াপাড়া থেকে স্বামীর বাড়িতে আসার পথে রাস্তা পার হতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় মারাত্মকভাবে আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ মেডিল্যাব ক্লিনিক, ময়মনসিংহ সিএমএইচ এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন তিনি মারা যান।
নিহত বৃদ্ধার ভাসুরের ছেলে আনোয়ার হোসেন বলেন, গত ১০দিন আগে আমার চাচী বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসার পথে রাস্তা পার হতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় মারাত্মকভাবে আহত হন। ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রোববার রাতে তিনি মারা যান।
উপজেলার মুসুল্লি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আজ সোমবার দুপুরে নিহত বৃদ্ধা সালেহা খাতুনের দাফন কাজ নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ