ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

কাউখালীতে ২ দিনব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশনার সময়: ২২ জানুয়ারি ২০২৪, ১৮:০২

পিরোজপুরের কাউখালীতে ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উপজেলা পর্যায়ে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) সকালে কাউখালী সরকারি বালক বিদ্যালয়ে মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, অ্যাকাডেমিক সুপারভাইজার রিয়াজুল ইসলাম, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আমরাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।

উপজেলার ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৬৫টি ইভেন্টে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি পিরোজপুর দুই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ