ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

কাউখালীতে হাটের দিনে যানজট নিরসনে ওসির উদ্যোগ

প্রকাশনার সময়: ২২ জানুয়ারি ২০২৪, ১৮:০০

পিরোজপুরের কাউখালী দক্ষিণ বাজারের হাটের দিনে যানজট নিরসনে উদ্যোগ নিয়েছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির।

সোমবার (২২ জানুয়ারি) হাটের দিনে বিভিন্ন গাড়ির ড্রাইভার, ভাসমান দোকানদার ও স্থানীয় দোকানদারকে সচেতন করছেন ওসি। এতে হাটের দিনে যাতে কোনো যানজট সৃষ্টি না হয়।

উল্লেখ্য, কাউখালী উপজেলা সদরে সাপ্তাহিক শুক্র ও সোমবার হাটের দিনে দক্ষিণ বাজারে খুবই যানজটের সৃষ্টি হয়। এই দুই দিনে বিভিন্ন এলাকা থেকে ভাসমান দোকানসহ বিভিন্ন ব্যবসায়ীরা কাউখালীতে আসেন। এতে হাটের দিনে যানজট লেগেই থাকে। দক্ষিণ বাজারের কাউখালী সরকারি বালক বিদ্যালয় সড়ক থেকে চিড়াপাড়া ব্রিজ পর্যন্ত রাস্তা দিয়ে হাঁটায় মুশকিল হয়ে পড়ে।

জরুরি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, পুলিশের টহলের গাড়িসহ গুরুত্বপূর্ণ সরকারি যানবাহন এ রাস্তা দিয়ে চলাচলে বিঘ্ন ঘটে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মো. হুমায়ুন কবির বলেন, হাটের দিনে বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের কোনো প্রকার সমস্যার না হয়। তার জন্য আমরা সার্বক্ষণিক তৎপর থাকবো। যানজট নিরসনে জন্যে প্রয়োজনে আরো পদক্ষেপ গ্রহণ করব।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ