দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চরআডকান্দি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র পাহাড়ায় থাকা গ্রাম পুলিশ সদস্য রনজিৎ কুমার দে এর রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকার সচেতন নাগরিকবৃন্দ ও সহকর্মীরা।
সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বালিয়াকান্দি মধুখালী সড়কের আড়কান্দি কালীবাড়ি মোড় এলাকার এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রতন কুমার দে এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অলোক কুমার ঘোষ, বালিয়াকান্দি রিপোর্টাস ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি, দেবাশীষ বিশ্বাস, কালাচাঁদ দে, হাসান বিশ্বাস, টিটু খাঁন, মোস্তফা মন্ডল, পলাশ মিয়া আরিফসহ বাংলাদেশ গ্রাম পুলিশের রিট বাস্তবায়ন কমিটির সভাপতি উজ্জ্বল খান।
এসময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে রনজিৎ হত্যার কারণ উদ্ঘাটনসহ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি করেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, এ হত্যাকাণ্ডে বেশ কিছু ক্লু আমাদের হাতে এসেছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে বলে জানান।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ