কুষ্টিয়া-৩ সদর আসনের এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আগামী জুন মাসের মধ্যে রিজার্ভ সংকটসহ সবকিছু স্বাভাবিক হবে। আমাদের দেশের কিছু মানুষের মানসিকতা হচ্ছে সুযোগ বুঝে অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য ফন্দি-ফিকির করা।
সোমবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, সারা পৃথিবীতে ধর্মীয় উৎসবে সকল শ্রেণি-পেশার মানুষ যেন উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারে সেই জন্য সকল জিনিসপত্রের (পণ্যের) দাম কমিয়ে দেয়। কিন্তু আমাদের দেশে হয় এটার উল্টো। এটা হচ্ছে আমাদের মানসিকতার সমস্যা। এই মানসিকতার কারণেই মাঝে মধ্যে দেশে দ্রব্যমূল্যের অস্থিরতা সৃষ্টি হয়।
এসময় কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ উপজেলা পরিষদের সরকারি দফতরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ