ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১, ১৪ রবিউস সানি ১৪৪৬

এসি খুলতে গিয়ে বহুতল ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রকাশনার সময়: ২২ জানুয়ারি ২০২৪, ১৭:০৫ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪, ১৭:১১

চট্টগ্রামের জামালখানে একটি ভবনের ৭ম তলায় এসির আউটডোর ইউনিট খুলতে গিয়ে দড়ি ছিঁড়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ১২ তলাবিশিষ্ট ইকুইটি মিলেনিয়াম নামের ওইভবনের ৭তলা থেকে খালে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত যুবকের নাম রাজিব। প্রাথমিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক সেলিম মিয়া বলেন, ‘নিহতের কোমরে বেল্ট ছিল, তবে তিনি লাগাননি। তাই দড়ি ছিঁড়ে ৭ম তলা থেকে নিচে পড়ে গেছেন। মাথায় আঘাত পেয়ে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে তিনি মৃত্যুবরণ করেছেন মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি হচ্ছে। আমরা মরদেহ ভবনের পাশের খাল থেকে উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।’

ইকুইটি মিলেনিয়াম ভবনের বাসিন্দা অবসরপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার নারায়ান কৃষ্ণ বলেন, ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) খাল উদ্ধারের নামে তাড়াহুড়ো করে ভবন ভাঙচুর করছে। ভাঙচুরের আতঙ্ক থেকে ৭ম তলার ডা. আবুল কালাম নামের একজনের বাসার এসি খোলার সময় ছেলেটি পড়ে যায়। তাড়াহুড়ো না থাকলে হয়তো এই দুর্ঘটনা ঘটত না।’

বিনা নোটিশে বসতঘর দালান-কোঠা ভাঙচুর করা হচ্ছে অভিযোগ করেন ভবনের আরেক বাসিন্দা কার্ডিওলজিস্ট ডা. নুরুল আমিন। তিনি বলেন, ‘এতো তাড়াহুড়ো করে ভাঙার কী তোড়জোড়। একই সাথে অনেকে ভাঙছে। কেউ সিড়ি ঘর ভাঙছে, এদিকে দেয়াল ভাঙছে। মানুষ হার্টফেল করে মারা যাওয়ার অবস্থা। অস্থিরতায় বাচ্চারা কান্নাকাটি করছে।’

উল্লেখ্য, ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) স্থাপনা উচ্ছেদ করেছে। অভিযানে সহায়তা করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ