গাজীপুরের কালিয়াকৈরে খাদ্য উৎপাদন কারখানার শ্রমিকরা সরকার ঘোষিত বেতন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলে শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় পুলিশসহ ৭ জন আহত হয়।
সোমবার (২২ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক মাস আগে শ্রমিকরা আন্দোলন করে। সরকার শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বেতন কাঠামো নির্ধারণ করে দেয়। পোশাক কারখানাগুলো সরকার ঘোষিত বেতন কাঠামো বাস্তবায়ন করে। নিয়ম অনুসারে চলতি মাসের জানুয়ারিতে বাড়তি বেতন দেওয়া হয়। পোশাক শ্রমিকরা বাড়তি বেতন পেলেও অন্যান্য কিছু কারখানার শ্রমিকরা বাড়তি বেতন পায় না। সরকার ঘোষিত বেতন বাস্তবায়নের দাবিতে গত কয়েকদিন ধরেই গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে। তার ধারাবাহিকতায় কোকোলা ফুড প্রোডাক্টস নামের খাদ্য তৈরির কারখানার শ্রমিকরা সরকার ঘোষিত বেতন বাস্তবায়নে আন্দোলন শুরু করে। আন্দোলনকারীরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল। হঠাৎ আন্দোলনরত শ্রমিকদের মাঝে উত্তেজনা লক্ষ্য করা যায়। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে যানবাহন ও পথচারীদের চলাচলে ভোগান্তিতে পড়তে হয়।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা পুলিশ ও নওজোড় হাইওয়ে থানা পুলিশ সদস্যরা বিক্ষিপ্ত শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করে। শ্রমিকরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে। শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়ায় কমপক্ষে ৭ জন আহত হয়।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দীপক মজুমদার জানান, শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। এ সময় শ্রমিকদের বোঝানোর চেষ্টা করলে তারা উত্তেজিত হন। এক পর্যায়ে শ্রমিকরা কারখানা ভাঙচুরের চেষ্টা করেন এবং মহাসড়ক অবরোধ করে রাখেন।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ