কক্সবাজারে মেরিন ড্রাইভে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় পাওয়া না গেলেও তার সঙ্গে থাকা অপর পুরুষ আরোহীর পরিচয় পাওয়া গেছে। তার নাম শহিদুল আমিন তানিব। তিনি কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার অবস্থাও আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী ইরফান আজাদ বলেন, সকালে মেরিন ড্রাইভ সড়কে কক্সবাজার থেকে টেকনাফ অভিমুখী মোটরসাইকেলটি এক নারী রাইড করছিলেন। তার মাথায় হেলমেট ছিল না। কিন্তু পেছনে বসা পুরুষ আরোহীর মাথায় হেলমেট ছিল। দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই নারী আরোহীর মৃত্যু হয়।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মছিউর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ