ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

ফরিদপুরে ছাদ থেকে পড়ে প্রাণ গেল নারী ডাক্তারের 

প্রকাশনার সময়: ২২ জানুয়ারি ২০২৪, ১৬:০৯ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪, ১৬:১৯

ফরিদপুর শহরতলী ঝিলটুলী এলাকার ওয়াসিত্ব টাওয়ার-২ এর ছাদ থেকে পড়ে ফিরোজা বেগম (৫২) নামের এক চক্ষু চিকিৎসকের মৃত্যু হয়েছে।

ফিরোজা বেগম ফরিদপুর শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. নিরঞ্জন কুমার দাসের স্ত্রী।

সরেজমিনে গেলে প্রত্যক্ষদর্শী ও পার্শ্ববর্তী ফ্লাটের লোকজন জানায়, সোমবার সকালে তারা ডাক্তার ফিরোজা বেগমকে ওয়াসিত্ব টাওয়ারের ১১ তালার ছাদে হাঁটাহাঁটি করতে দেখেন। এক পর্যায়ে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে কোতোয়ালি থানার পুলিশকে অবহিত করলে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বামী ডা. নিরঞ্জন কুমার দাস ও এলাকাবাসী জানান, তিনি দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি এসেছেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আব্দুল গফফার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুই ভবনের মাঝের রাস্তায় মরদেহ পড়ে থাকতে দেখতে পান। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা ধারণা করা হচ্ছে। তবে সঠিক কি কারণে আত্মহত্যা করেছেন বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ