ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

মাজারের মেলায় জুয়া-অশ্লীল নৃত্য, নীরব প্রশাসন

প্রকাশনার সময়: ২২ জানুয়ারি ২০২৪, ১৩:০৮

লক্ষ্মীপুর সদরে চন্দ্রগঞ্জ হজরত দেওয়ান শাহ্ দরবার শরীফের মেলায় বসেছে ১১টি জুয়ার আসর। এতে স্থানীয় পুলিশ প্রশাসন নীরব থাকায় সচেতন মানুষের মাঝে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

সরেজমিনে, রোববার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার রামচন্দ্রপুর গ্রামে দেওয়ান শাহ্ মেলা পরিদর্শনে গেলে চোখে পড়ে ১১টি জুয়ার আসর।

মেলার স্টলগুলো হচ্ছে দেওয়ান শাহ্ দরবার শরীফের উত্তর পাশে। এর পাশে গানের তালে চলছে অশ্লীল নৃত্য। যার ফলে পড়ালেখা বন্ধ করে এসে মেলায় আড্ডা দিচ্ছে এলাকার কিশোর-যুবকরা।

স্থানীয়রা জানান, দেওয়ান শাহ্ দরবার শরীফ একটি ঐতিহ্যবাহী মাজার। বার্ষিক মাহফিল উপলক্ষে ৭ দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। জুয়া ও অশ্লীল নৃত্য এবং বিভিন্ন অব্যবস্থাপনার কারণে দেওয়ান শাহ্ (হুজুরের) সুনাম নষ্ট হচ্ছে। বিগত মেলাগুলোতে এমন চিত্র দেখা যায়নি। কিন্তু ক্ষমতাসীন দলের কিছু নেতাদের কারণে এসব কার্যকলাপ হচ্ছে। যার ফলে আমরা প্রতিবাদ করতে পারছি না। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছি, দ্রুত মেলার নামে জুয়া ও অশ্লীল নৃত্য বন্ধ করার জন্য।

এর আগে গত ১৮ জানুয়ারি জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার অমিত কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ১৯ থেকে ২৩ জানুয়ারি পাঁচ দিনব্যাপী এ মেলার অনুমতি দেওয়া হয়। রাত ৯টা পর্যন্ত মেলা চলার কথা থাকলেও, গভীর রাত পর্যন্ত চলে এ মেলা।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী বলেন, 'মেলা চলুক। কিন্তু যারা এ মেলার নামে জুয়ার আসর বসিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।'

দেওয়ান শাহ্ দরবার শরীফ মেলা কমিটির প্রধান হিসাব রক্ষক ও চন্দ্রগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু বলেন, 'এ মেলায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। অনুমতি পেতে অনেক কষ্ট হয়েছে। জুয়ার বিষয়ে জানতে চাইলে বাবলু বিষয়টি এড়িয়ে যান।'

মেলায় জুয়ার বিষয়ে জানতে চাইলে জেলার পুলিশ সুপার তারেক বিন রশিদ জানান, মেলা হচ্ছে আমাদের একটি সংস্কৃতি। জুয়া খেলা সম্পূর্ণ একটি বেআইনি ও অপরাধ। আমরা এখনি ব্যবস্থা নিচ্ছি।

নয়া শতাব্দী/ডিএ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ