নাটোরে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসার শঙ্কায় সোমবার (২২ জানুয়ারি) থেকে জেলার সব প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।
এসব শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হলেও, প্রশাসনিক কার্যক্রম চলবে। তবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে এবং যথারীতি ক্লাসও চলবে।
সোমবার (২২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক আবু নাছের ভুঞাঁ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জেলার সব উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে রাজশাহী বিভাগীয় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের উপ-পরিচালকদের সই করা চিঠি পৌঁছানো হয়েছে।
জেলা প্রশাসক বলেন, জেলা ও উপজেলা প্রশাসন থেকেও এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম নবী ও জেলা শিক্ষা অফিসার শাহাদুজ্জামানের সই করা চিঠি সংশ্লিষ্ট সব উপজেলায় পৌঁছানো হয়েছে।
নয়া শতাব্দী/ডিএ/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ