ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হামলা, পুলিশসহ আহত ৮

প্রকাশনার সময়: ২১ জানুয়ারি ২০২৪, ২১:০০

মুন্সীগঞ্জে গজারিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে প্যাসিফিক শিল্পকারখানার শ্রমিকদের হামলায় পুলিশসহ ৮ জন আহত হয়েছে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আত্মরক্ষার জন্য ১৩ রাউন্ড গুলি ছোঁড়ে পুলিশ।

রোববার (২১ জানুয়ারি) দুপুর একটায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বসুরচর ও চরচার্ষী এলাকার মেঘনা নদীর তীরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মেঘনা নদীর তীর ঘেঁষে ওই এলাকায় একাধিক শিল্পকারখানা গড়ে উঠেছে। অবৈধভাবে নদী দখল ও স্থাপনা নির্মাণের বিরুদ্ধে হাইকোটের্র নির্দেশনা অনুযায়ী বিআইডব্লিউটিএ কর্তৃক রোববার সকাল থেকে ওই এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউ টিএ এর নারায়ণগঞ্জ জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ও মেঘনা জোনের উপপরিচালক শরীফ ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল হতে উচ্ছেদ অভিযান চলছিল। অভিযানের একপর্যায়ে দুপুর একটার দিকে ওই এলাকার প্যাসিফিক শিল্পকারখানায় অভিযান শুরু করা হয়। এসময় ওই শিল্পকারখানার শ্রমিকরা অভিযানে অংশে নেওয়া আইনশৃঙ্খলা সদস্যেদের উপর হামলা চালায়। এতে ৮ জন আহত হয়।

আহতরা হলেন, বিআইডব্লিউটিএ এর সদস্য মোস্তফা, সাইফুল ইসলাম, আনসার কমান্ডার আনোয়ার, শ্রমিক ইসমাইল, বিআইডব্লিউটিএ মেডিকেল সদস্য মুন্সি আব্দুল্লাহ, বিআইডব্লিউটিএ ট্রাফিক সুপারভাইজার শহিদুল ইসলাম, পুলিশ সদস্য হাসেমসহ ৮ জন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অভিযানে উপস্থিত থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নির্দেশে ১৩ রাউন্ড গুলি ছোঁড়ে পুলিশ। এতে ওই অভিযান পণ্ড হয়ে যায়।

বিআইডব্লিউটিএ এর মেঘনা জোনের উপ-পরিচালক শরীফ ইসলাম জানান, উচ্ছেদ অভিযানের একপর্যায়ে প্যাসিফিক শিল্প কারখানায় অভিযান শুরু করলে ওই প্রতিষ্ঠানের একটি বয়লার ফেটে বিকট শব্দ হয়। শব্দ হওয়ার পরপর শিল্প কারখানার শ্রমিকরা ক্ষুদ্ধ হয়ে আইনশৃঙ্খলা সদস্যেদের উপর হামলা চালায়। এতে একাধিক পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলি ব্যবহার করে। উচ্ছেদ অভিযানে ব্যবহার করা ভেকুটি একস্থানে আটকে যাওয়ার অভিযান কার্যক্রম স্থগিত করা হয়েছে।

গজারিয়া থানা অফিসার ইনচার্জ রাজিব খান বলেন, সকাল থেকে বিআইডব্লিউটিয়ের উচ্ছেদ অভিযান চলার এক পর্যায়ে দুপুর একটার দিকে প্যাসিফিক শিল্প কারখানা এলাকায় ওই ঘটনায় আমাদের দুইজন পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ