ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিয়ন্ত্রণ হারিয়ে জলসিড়ি বাস উল্টে খাদে, আহত ৪৫

প্রকাশনার সময়: ২১ জানুয়ারি ২০২৪, ১৯:৩৫ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৪, ২০:৪৭

ঢাকা থেকে ছেড়ে আসা জলসিড়ি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে খাদে পড়ে যায়। এতে বাসের চালক-হেলপার ও চেকারসহ অনেকের হাত-পা ভেঙে গেছে এবং বাসে থাকা কমপক্ষে ৪৫ জন আহত হয়েছেন।

রোববার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে হোসেনপুর-পাকুন্দিয়া আঞ্চলিক সড়কের জাঙ্গালিয়া ইউনিয়নের কাজিহাটি রিয়াজ উদ্দিন মাস্টারের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হোসেনপুর-পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে অধিকাংশই হোসেনপুর ও নান্দাইল উপজেলার বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ