ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নবনির্বাচিত এমপি দারাকে গণসংবর্ধনা 

প্রকাশনার সময়: ২১ জানুয়ারি ২০২৪, ১৭:৩৬

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের নৌকার তিনবারের নির্বাচিত সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) সারাদিন আব্দুল ওয়াদুদ দারাকে পুঠিয়া উপজেলার মানুষ গণসংবর্ধনার মাধ্যমে সিক্ত করেন।

এদিন দুপুর ২টার দিকে উপজেলাবাসী পচামাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠের মুক্তমঞ্চে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শুকুর উদ্দিন সরদারের সভাপতিত্বে এক সভায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের ব্যানারে অসংখ্য মানুষকে ফুলের তোড়া ও ফুলের মালা দিয়ে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা প্রদান করতে দেখা যায়। পরে নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা উপস্থিত হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি তার নির্বাচনি এলাকার উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন।

প্রসঙ্গত, গতকাল ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসনে প্রার্থীর সংখ্যা ছয়জন হলেও বিপুল ভোটের ব্যবধানে আব্দুল ওয়াদুদ দারা বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে তিনবারের মতো বিজয় লাভ করেন। উপজেলায় আব্দুল ওয়াদুদ দারা নৌকা প্রতীকে ভোট পান ৮৬৯১৩ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক প্রতীকে ওবাইদুর রহমান ভোট পান ৮৩৮৬২, জাতীয় পার্টির প্রার্থী অধ্যাপক আবুল হোসেন লাঙ্গল প্রতীক ভোট পান ১৫৩১, বা. সু. কো. আলতাফ হোসেন মোল্লা একতারা প্রতীকে ভোট পান ৪৪০, গণফ্রন্ট মোখলেসুর রহমান মাছ প্রতীকে ভোট পান ৩২৩, বিএনএম শরিফুল ইসলাম নোঙ্গর প্রতীকে ভোট পান ৩৬৪।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ