নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী গ্লোরি পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, শনিবার রাতে গ্লোরি পরিবহনের দুটি বাস সড়কের বলাইখা এলাকায় পার্কিং করে রাখে চালকরা। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ ওই বাসে দুটিতে (ঢাকা মেট্রো-ব-১২-২৯৪৩, ও ঢাকা মেট্রো-ব-১৫-০৪১৬) আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাস দুটি পুরোপুরি পুড়ে যায়।
কাঞ্চন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রফিকুল ইসলাম জানান, আগুনে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। একটি বাসে হেলপার ঘুমন্ত ছিল। মশার কয়েল থেকে নাকি অন্য কিছু থেকে আগুন লেগেছে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বলা যাবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ