তীব্র শীতের কারণে রাজশাহী জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় প্রাথমিক বিদ্যালয় একদিন এবং মাধ্যমিক বিদ্যালয় দুই দিন ছুটি ঘোষণা করা হয়।
শনিবার (২০ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক ড. শারমিন ফেরদৌস চৌধুরী ও জেলার প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ড. শারমিন ফেরদৌস চৌধুরী জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের নির্দেশনা মোতাবেক এবং বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক রোববার (২১ জানুয়ারি) ও সোমবার (২২ জানুয়ারি) রাজশাহী জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। সেজন্য এ দুদিন রাজশাহী জেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশন প্রদান করা হয়েছে।
মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়ার পূর্বাভাস অনুসারে রাজশাহীর তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় আগামী রোববার ও সোমবার সকল পর্যায়ের মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এদিকে, রাজশাহী আবহাওয়া অফিস জানায়, শনিবার (২০ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এদিন সকাল ৯টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ