বান্দরবানের রুমা উপজেলায় জিপ গাড়ি খাদে পড়ে ২ পর্যটক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।
শনিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার বগালেক-কেওক্রাডং সড়কের দার্জিলিং পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকার বাসিন্দা ফিরোজা খাতুন (৫৩) ও জয়নব (২৪)।
আহতরা হলেন- রাফান (১২), ঊষসী নাগ (১৫), ডা. জবা রায় (৪৫), মাহফুফা ইসলাম রুপা (৪৫), আমেনা বেগম (৬০), তাহমিনা তানজীম তালুকদার (১৯), তাননিম (২১), রিজভী (৩৪), আঞ্জুমান হক (৩৫), ইতু (১৬) এবং স্বর্ণা (২৩)।
রুমা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, আহত ও নিহত পর্যটকরা সবাই নারীর চোখে বিশ্ব দেখা ভ্রমণ সংগঠনের সদস্য। ৫৭ জনের দলটি ৫টি জিপ গাড়িতে করে শুক্রবার (১৯ জানুয়ারি) বান্দরবানের কেওক্রাডং ভ্রমণ গিয়েছিলেন। ফেরার পথে (২০ জানুয়ারি) দুপুরে দুর্ঘটনায় পড়ে তাদের একটি গাড়ি।
খবর পেয়ে স্থানীয় জনসাধারণ, রুমা ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে ভর্তি হওয়া গুরুতর আহত ১১ জনকে বান্দরবান হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে ৫ জনের অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, ঢাকা থেকে বেড়াতে আসা ৫৮ জনের একটি টিম ৫টি জিপ গাড়ি নিয়ে শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে রুমা উপজেলার বগালেক যায়। পরদিন বগালেক থেকে কেওক্রাডং ভ্রমণ শেষে বান্দরবান সদরে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে। এতে ২ পর্যটক নিহত ও ১০ জন আহত হয়।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে সন্ধ্যায় বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ