ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমি যেদিন থেকে শপথ গ্রহণ করেছি, সেদিন থেকে নির্দিষ্ট কোনো দলের নই, কোনো সংগঠনের নয়, কোনো ব্যক্তির নই। আমি সিংড়ার ৫ লাখ মানুষের প্রতিনিধি। সিংড়ার প্রতিটি পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ডে সৎ, নিষ্ঠাবান, জনদরদী সাংগঠনিক ব্যক্তিদের ঢেলে সাজাতে চাই। সবাইকে নিয়ে স্মার্ট সিংড়া গড়তে চাই।
শনিবার (২০ জানুয়ারি) বিকেলে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজ মাঠে নাগরিক সমাজের আয়োজনে টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত ও তৃতীয় বার প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় পলককে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। এসময় তিনি এসব কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, সিংড়ার নদী-নালা, পুকুর, খাল-বিল কোনো অপশক্তি জবর দখল করে রাখতে পারবে না। যার জাল আছে সে তার জলাতে ন্যায্য অধিকার পাবে। খালে কোনো বাঁধ থাকবে না, নদীতে কোনো সুতি জাল থাকবে না। চলনবিলে আমরা ১৫০ কিলোমিটার খাল দখলমুক্ত করেছি। যদি এ খালে কেউ বাঁধ সৃষ্টি করে আমরা তাকে নির্মূল করব। সিংড়া চলনবিলে কেউ যদি অবৈধভাবে বাধা প্রয়োগ করে তাকে আমরা নিমূর্ল করব ইনশাআল্লাহ।
তিনি বলেন, কারো জমিতে কেউ অবৈধভাবে জবর-দখল করতে পারবে না। দলিল যার, জমি তার। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সিংড়া থেকে দখলদারদের উচ্ছেদ করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, আমরা সিংড়ার শিক্ষিতদের মেধা ও যোগ্যতার মাপ কাঠিতে চাকরি নিশ্চিত করব। সিংড়ার অসহায় গরিব মানুষ যেন জমি বিক্রি করে, ধার করে টাকা দিয়ে ছেলের চাকরি নিতে কোনো পরিবারকে সর্বত্র হারাতে না হয়, সেজন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তি বিভিন্ন দফতরে চাকরির ব্যবস্থা করব।
সংবর্ধনা অনুষ্ঠানে সিংড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য দেন- সিংড়া উপজেলা আ.লীগের সভাপতি শেখ ওহিদুল রহমান, সাধারণ সম্পাদক ও সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ