ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নান্দাইলে মাদক কারবারিসহ গ্রেফতার ২

প্রকাশনার সময়: ২০ জানুয়ারি ২০২৪, ১৯:৫৩

ময়মনসিংহের নান্দাইলে ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি এবং এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে তাদের ময়মনসিংহ জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মাদক কারবারি ঈশ্বরগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত আ. মালেকের ছেলে কাজিম উদ্দিন (৩০) ও এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল কাইয়ুম।

নান্দাইল মডেল থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জানুয়ারি) মধ্যরাতে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার বাহাদুরনগর বেপারী বাড়ির মোড় থেকে মাদক কারবারি কাজিম উদ্দিন ও এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করা হয়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল মজিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে দুই আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ