ময়মনসিংহের নান্দাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ চাঁদাবাজকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের নান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা, সিএনজি এবং পিক-আপ গাড়ি থেকে চাঁদা উত্তোলনের দায়ে তাদের কারাদণ্ড দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলে- পাছঁপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. আল আমিন (২৮), ঝালুয়া গ্রামের মো. ফরজুল হকের ছেলে মো. মাজাহারুল ইসলাম (৩০) এবং চার আনিপাড়া গ্রামের মো. আবুল হাসেমের ছেলে মো. মামুন হাসান (২২)।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কৃষ্ণ পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় তিনজনকে এক মাসের সাজা দিয়ে জেলহাজতে পাঠান।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল বলেন, পরিকল্পনামন্ত্রীর নির্দেশনা মোতাবেক সড়কে কোনো চাঁদাবাজি চলবে না। সেই নির্দেশনা মেনেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় যানবাহনে চাঁদাবাজির দায়ে তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া করা হয়েছে। পরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ