ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রামুতে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ৩

প্রকাশনার সময়: ২০ জানুয়ারি ২০২৪, ১৮:৫৩

কক্সবাজারের রামুতে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, ১টি শর্ট গান, ৬ রাউন্ড কার্তুস ও ৪ রাউন্ড গুলিসহ তিন যুবককে আটক করেছে রামু থানা পুলিশ। এসময় অস্ত্র সরবরাহ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার ঈদগড় বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চকরিয়ার মালুম ঘাটের পশ্চিম ডোমখালী গ্রামের ফরিদুল আলমের ছেলে সালাউদ্দিন (২৫), ঈদগাঁওর কালির ছড়া গ্রামের আব্দুল গণির ছেলে জিয়াউল হক জিকু (২৬), চকরিয়ার হাতির ছড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৩)।

শনিবার সন্ধ্যায় রামু থানার ওসি আবু তাহের দেওয়ানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, গর্জনিয়া থেকে একটি মোটরসাইকেলযোগে কয়েকজন যুবক অস্ত্র বহন করে চকরিয়া যাওয়ার কথা রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে ঈদগড় বাজারে এসআই মনির হোসেন ও নায়েক রাশেদুলের নেতৃত্বে পুলিশের একটি চেকপোস্ট বসানো হয়। বিকেলে টিভিএস কোম্পানির একটি মোটরসাইকেলযোগে তিন যুবক আসেন। তাদের আটক করে দেহ ও হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ম্যাগজিন, ১টি শর্ট গান, ৬ রাউন্ড কার্তুস ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রামু থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ঈদগড় থেকে এসব অস্ত্র নিয়ে চকরিয়ার উদ্দেশে যাচ্ছিলেন। এ ঘটনায় রামু থানায় তাদের নামে অস্ত্র আইনে মামলা হয়েছে। আগামীকাল তাদের আদালতে সোপর্দ করা হবে। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ