ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজশাহীতে কবর থেকে মরদেহ তুলে কাফন চুরি

প্রকাশনার সময়: ২০ জানুয়ারি ২০২৪, ১৮:৪১

রাজশাহীর বাঘায় দাফনের একদিন পর সুকোদা নামের এক বৃদ্ধার মরদেহ কবর থেকে তুলে কাফন চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২০ জানুয়ারি) আড়ানী পৌরসভার চকরপাড়া কবরস্থানে এ ঘটনা ঘটেছে। সুকোদা আড়ানী চকরপাড়া গ্রামের মৃত ছলেমান হোসেনের স্ত্রী।

জানা যায়, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে চকরপাড়া গ্রামে সুকোদা (৯০) বার্ধক্যজনিত কারণে মারা যায়। জানাজা শেষে চকরপাড়া কবরস্থানে দাফন করা হয় তাকে। শনিবার (২০ জানুয়ারি) ফজর নামাজ পড়ে তার মেজো ছেলে জমির উদ্দিন মায়ের কবরে গিয়ে দেখতে পায়, কেউ কবর খুড়ে রেখেছে। তিনি এ খবর স্থানীয়দের জানান। পরে কবর থেকে প্রায় ৩০০ মিটার উত্তর দিকে বাঁশের ঝাড়ের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে যে কাফন দিয়ে তাকে দাফন করা হয়েছিল, কবরের মধ্যে বা মরদেহের শরীরে সেই কাফন পাওয়া যায়নি।

পাঁচ টুকরো কাফনের মধ্যে বড় দুই টুকরো কাফন চুরি করে নিয়ে গেছে বলে দাবি করেন বৃদ্ধার ছেলেরা। পরে বাজার থেকে কাফন কিনে শনিবার সকালে ওই কবরে মরদেহটি পুনরায় দাফন করা হয়েছে।

এ বিষয়ে আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চকরপাড়া গ্রামের লিটন হোসেন বলেন, বৃদ্ধা মারা যাওয়ার পর গ্রামের কবরস্থানে আমরা সবাই দাফন করি। সকালে দেখি তার কবর থেকে লাশ উঠানো এবং তার শরীরে কাফন নেই। বিভিন্ন স্থানে খুঁজে লাশ পাওয়া গেলেও কাফন পাওয়া যায়নি।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ