ফরিদপুরের চরভদ্রাসনে সোনালী ব্যাংক থেকে নোট পরিবর্তনের নাম করে এক মহিলার কাছ থেকে ৮১ হাজার টাকা আত্মসাতের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জানুয়ারি) ভাঙ্গা থানায় একটি ব্যাংকে প্রতারণা করতে গেলে স্থানীয়রা তাদের আটক করে। পরে পুলিশে সোপর্দ করে।
আটককৃতরা হলেন, ফারুক মিয়া (৫০) মো. খোকন ফকির (৪৯) এবং আব্দুল রব মোল্লা (৬৯)। এরা নগর কান্দা ও শিবচর থানার বাসিন্দা।
চরভদ্রাসন থানার ইনচার্জ মোহাম্মদ আবুল ওহাব জানান, গত ১৬ জানুয়ারি চরভদ্রাশন বাজারের কাছে অবস্থিত সোনালী ব্যাংক থেকে বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার দানেচ ফকির ডাঙ্গী গ্রামের খলিল ব্যাপারির স্ত্রী খালেদা বেগম (৪৫) ব্যাংক থেকে ১ লাখ ২ হাজার টাকা উত্তোলন করেন। প্রতারকারা ৫শ টাকার নোট নিয়ে এক হাজার টাকার নোট দেয়ার কথা বলে ওই ভদ্র মহিলার কাছ থেকে ৮১ হাজার টাকা প্রতারণা করে নিয়ে যায়।
পরে ওই ভদ্র মহিলা চরভদ্রাসন থানায় অভিযোগ জানালে পুলিশ ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিভিন্ন জায়গা প্রেরণ করেন। এর ভিত্তিতে শুক্রবার প্রতারকরা ভাঙ্গা থানায় একটি ব্যাংকে প্রতারণা করতে গেলে সন্দেহ করে জনগণ তাদের আটক করে। এরপর ভাঙ্গা থানার সহযোগিতায় চরভদ্রাসন থানা পুলিশ প্রতারকদের আটক করে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত প্রতারকরা তাদের অপরাধ স্বীকার করেছে। তারা একটি দলবদ্ধ চক্র। তাদেরকে চোখ পাটি বলা হয়। আত্মসাৎ করা মোট ৮১ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ