পিরোজপুরের কাউখালীতে গাজাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে কাউখালী-স্বরূপকাঠী সীমানাবর্তী উত্তর হোগলা বেতকা গ্রামের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আসাদ শেখ (২২) নেছারাবাদ উপজেলার গুয়ারেখার গ্রামের মৃত. সামছুল হক শেখের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উত্তর হোগলা বেতকা গ্রামের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে কাউখালী থানার এস.আই আশিকুল ইসলাম ও এ.এস.আই জামান এর নেতৃতে অভিযান চালিয়ে আসাদ শেখকে গাজাসহ আটক করেছে।
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শনিবার (২০ জানুয়ারি) সকালে একটি মামলা দায়ের করা হয়েছে। কাউখালী উপজেলায় মাদকের বিষয়ে আমরা জিরো ট্রলারেন্স, এ অভিযান অব্যাহত থাকবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ