নড়াইল সদর উপজেলায় একটি ব্যাটারিচালিত ইজিভ্যানসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
শনিবার (২০ জানুয়ারি) সকালে সদর উপজেলার চুনখোলা গ্রামের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার চুনখোলা গ্রামের হবিবর মোল্যার ছেলে ফারুক মোল্যা (২৮) এবং একই গ্রামের বাবলু বিশ্বাসের ছেলে সাকিব বিশ্বাস (২০)।
এদিন দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সালের ৩০ ডিসেম্বর রাতে নড়াইল পৌরসভার ভওয়াখালী পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে ৩টি ব্যাটারিচালিত ইজিভ্যান চুরি হয়। পরে ভুক্তভোগী চালক মো. মাহাবুবুর রহমানের অভিযোগের পরিপ্রেক্ষিতে নড়াইল সদর থানায় একটি চুরির মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) পলাশ কুমার ঘোষ এবং জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক (এসআই) মো. ফিরোজ আহম্মেদ বৃহস্পতিবার সন্ধায় অভিযান চালিয়ে পেশাদার চোর চক্রের ৩ সদস্যকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে সদর উপজেলার চুনখোলা গ্রামে অভিযান চালিয়ে আরও দুই চোর ফারুক মোল্যা ও সাকিব বিশ্বাসকে চোরাই ইজিভ্যানসহ গ্রেফতার করেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ফারুক মোল্যার নামে ৮টি মামলা রয়েছে। এসময় তাদের কাছ থেকে চোরাই ১টি ব্যাটারিচালিত ইজিভ্যান উদ্ধার করা হয়। এছাড়া আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ