গাজীপুরের শ্রীপুরে চাঞ্চল্যকর কিশোরী ধর্ষণ মামলায় তামিম আহমেদ (২৬) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
শনিবার (২০ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টায় দিকে টাঙ্গাইল জেলার কালিহাতির বল্লা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তামিম আহমেদ ওই এলাকার পূর্বপাড়া গ্রামের মৃত উজ্জল হোসেনের ছেলে।
শনিবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন স্কোয়াড কমান্ডার র্যাব-১ সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।
তিনি জানান, র্যাব-১ তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে যে, মামলার প্রধান পলাতক আসামি তামিম আহমেদ টাঙ্গাইলের কালিহাতির বল্লা বাজার এলাকায় আত্মগোপনে আছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তামিম আহমেদ ভিকটিমকে ধর্ষণ করছে মর্মে স্বীকারোক্তি দিয়েছে বলে জানন এই র্যাব কর্মকর্তা।
সেইসঙ্গে গ্রেফতার আসামিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে, গত ২৩ ডিসেম্বর ভিকটিমের পিতা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি ধর্ষণ মামলা (মামলা নং-২২) দায়ের করেন। যা নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর ৯(১)-এ রুজু করা হয়।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ